স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার পোড়াদহ শেখ কামাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা শুভ সকাল ক্লাব চ্যাম্পিয়ণ হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব আয়োজিত পোড়াদহ ক্রীড়াসংস্থা মাঠে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় দিনাজপুর জেলা একাদশ ও চুয়াডাঙ্গা শুভ সকাল এএফসি ক্লাব।
খেলায় দিনাজপুর জেলা একাদশকে ৩-২ গোলে পরাজিত করে শুভ সকাল এএফসি চুয়াডাঙ্গা ফাইনালে চ্যাম্পিয়ন হয়। খেলার প্রথমার্ধের ২৮ মিনিটে ও দ্বিতীয়ার্ধে ১৩ মিনিট এবং ২১ মিনিটে দেয়া গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শুভ সকাল এএফসি। ফাইনাল খেলা শেষে পোড়াদহ ইউনিয়ন চেয়ারম্যান জন চ্যাম্পিয়ন ও রানারআপ দরের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মিলন বিশ্বাস। ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন শুভ সকাল এফসি’র সভাপতি অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম। দলীয় অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তরিকুল ইসলাম তরু।
এ সময় খেলার মাঠে উপস্থিত ছিলেন শুভ সকাল এফসি’র সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন ফিরোজ। ক্লাবের কোষাধ্যক্ষ রাজু আহমেদ সুমন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সদস্য রাজু, শাকিল, মেজো সুমন, মো. রমজান ও প্রশান্ত।
চ্যাম্পিয়ন হওয়ায় শুভ সকাল এ এফসির সভাপতি অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম সকল খেলোয়াড় কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ