মেহেরপুর অফিস: মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক দালালের এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরের দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এ দণ্ডাদেশ দেন। দ-প্রাপ্ত ব্যক্তি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার খোরদ গ্রামের সোনাউল্লাহ মণ্ডলের ছেলে মিনারুল ইসলাম (৪০)।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালানো হলে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় মিনারুল ইসলামকে। এ সময় তার কাছ থেকে ৪টি পাসপোর্ট বই ও বেশ কয়েকটি নকল ভোটার আইডি কার্ড পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে কারাদ-াদেশ প্রদান করা হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ