তিতুদহে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান টিপুর ব্যাপক মোটরসাইকেল শোডাউন
গড়াইটুপি প্রতিনিধি: আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের ছেলে মিজানুর রহমান টিপুর উদ্যোগে ব্যাপক মোটরসাইকেল শোডাউন হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে এ শোডাউন দেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক টুকু মাস্টার, সাগর, আতিয়ার, বকুল, কাকন, সামাদ, মিলন, মোহন, ডা. মোজাম, আজিজ হোসেন, জাহাঙ্গীর, সুইট, ইনারুল ইসলাম, বিপুল, এজাজুল, খায়রুল, নুরুল ইসলাম, শহিদুল, মনি, সুজাত, বাবলুর রহমান, শমসের, মান্নান, রেজাউল, হিল্লাল, কালাম, রাজু, শরিফ, প্রভাষক রিপন, ডালিম, আমির জোয়ার্দ্দার, মোস্তাক, রবজেল, একলাছ, আমজের, আলো, রাজ্জাক, আতিয়ার, রাজন, সিদ্দিক প্রমুখ।