কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামবাসীর চলাচলের জন্য একমাত্র বাঁশের তৈরী সাঁকোটি ভেঙে পড়েছে। সাঁকোটি ভেঙে পড়ায় দুই গ্রামের সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে।
এলাকাবাসী জানায়, গতকাল বুধবার দিনগত রাতে হঠাৎ নদীতে স্রোত বেড়ে গেলে সাঁকোটি ভেঙে যায়। এসময় নদীতে থাকা সব নৌকাও ভেসে যায়। এতে সকাল থেকে মানুষের চলাচলে ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে সুবলপুর ও পাটাচোরা বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ে। সুবলপুর গ্রামের ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, গতরাতে নদীতে পানির স্রোতে পাটাচোরা গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সাঁকোটি ভেঙে পড়ে। সাঁকো ভেঙে পড়ায় বিশেষ করে সুবলপুর ও পাটাচোরা গ্রামের সাধারণ মানুষ চলাচলে চরম ভোগান্তিতে পড়ে। পাটাচোরা গ্রামের ডা. সাইফুল ইসলাম জানান, ২০১২ সালে পাটাচোরা গ্রামবাসীর উদ্যোগে এই বাঁশের সাঁকোটি তৈরী করা হয়। এই সাঁকো গ্রামবাসীর চলাচলের একমাত্র ভরসা। বিশেষ করে বাইরের গ্রাম থেকে পাটাচোরা গ্রামে মাধ্যমিক বিদ্যালয়ে আসে অনেক শিক্ষার্থী। আবার গ্রাম থেকেও কলেজ বা গ্রামের বাইরের স্কুলে যায় অনেক শিক্ষার্থী। তারাও চরম দুর্ভোগে পড়েছে। বর্তমানে ঝুঁকি নিয়ে গ্রামবাসী নৌকাতে পরাপার হচ্ছে বলে জানান তিনি।