মেহেরপুর অফিস: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালক এএসএম আব্দুল খালেক মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। গতকাল বুধবার দুপুরের দিকে তিনি মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় অনুষ্ঠানে উপ-পরিচালক এএসএম আব্দুল খালেক বলেন, করোনার কারণে শিক্ষা ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে হবে। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল ইসলাম উজ্জ্বল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুজ্জামান, সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিদ্দিকুর রহমান প্রমূখ। এদিকে এর আগে উপ-পরিচালক মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে পৌঁছুলে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান তাকে ফুলেল শুভেচ্ছা জানান।