কেরুজ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে বছরব্যাপী আয়োজনের সূচনা : প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয়াঙ্গন বন্ধু মেলায় পরিণত
দর্শনা অফিস: কেরুজ বিদ্যালয়ের বয়স ৭৫ বছর। প্লাটিনাম জুবলি স্মরণীয় করে রাখতে কেরুজ চিনিকল কর্তৃপক্ষসহ প্রাক্তন শিক্ষার্থীরা গ্রহণ করেছে নানামুখি আয়োজন। বছরব্যাপী আয়োজন মালার মধ্যে রয়েছে হরেক কর্মসূচি। সংক্ষিপ্ত আলোচনা পর্ব ও কেক কাটার মধ্যদিয়ে বছরব্যাপী আয়োজনের শুভ উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার বেলা ১১ টার দিকে। এ আয়োজনের উদ্বোধক ছিলেন কেরুজ চিনিকলের এডিএম, এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শেখ শাহাব উদ্দিন। অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, সৈয়দ মজনুর রহমান, অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাজি খালেকুজ্জামান, কদর আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক রাশিদুন নাহার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোমিনুল হক পলাশ। কেরুজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. রহিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন হাসনা হার বেগম, নুরুল ইসলাম, রাসেদুল ইসলাম, আমজাদ হোসেন, আশরাফ হোসেন, আসমা খাতুন। রাসেল আহমেদ শাওনের প্রাণবন্ত উপস্থাপনায় অন্যান্যের মধ্যে ছিলেন রিতা আজাদ, শোভা, ডেভিট, আয়ুব আলী রাজু, শফিকুল আলম, নজরুল, মাহবুবুর রহমান মুকুল, সাজু, শামীম হোসেন, বকুল, আলমগীর রহমান, মুক্তা, রকি, অপু সরকার, সাবা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আয়োজনের মধ্যে সকলের নজর কেড়েছে ৭৫ বছর প্রতিষ্ঠাবার্ষিকীর দৃষ্টিনন্দন কেক। ফারিজা বেগম লিলার নিখুঁত হাতে তৈরী কেকটি যেমন নজর কেড়েছে অতিথি ও শিক্ষক-শিক্ষার্থী, তেমনই ব্যাপক প্রসংশিত কুড়িয়েছেন ফারিজা বেগম লিলা।