মেহেরপুর অফিস: বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান “তারুণ্যের কন্ঠ” অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন। এছাড়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মেহেরপুর সাংবাদিক মিজানুর রহমান, মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। সভায় বাল্যবিয়ে প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানানো হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসন সজাগ রয়েছে। সবাই মিলে বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপস্থাপক সজীব দত্ত।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ