স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সামাজিক কর্মকা-ে বিশেষ ভূমিকা পালন করায় সংযোগ কানেক্টিং পিপল’র পক্ষ থেকে পুলিশ সুপার জাহিদুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে সংযোগ গুণীজন সম্মাননা ২০২১ এর সম্মাননা স্মারকটি প্রদান করে সংযোগ চুয়াডাঙ্গা জেলা টিম। সংযোগ চুয়াডাঙ্গা জেলা সমন্বয়ক শাহরিয়ার সিয়াম বলেন, মাননীয় পুলিশ সুপার সামাজিক ও মানবিক কর্মকা-ে সর্বদিক প্রশংসনীয় হচ্ছেন। সংযোগ কানেক্টিং পিপল’র চুয়াডাঙ্গা কার্যক্রমে তিনি বরাবরই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার অসাধারণ কর্মকা-ের স্বীকৃতি স্বরূপ তাকে সংযোগ গুণীজন সম্মাননা ২০২১ পদকে ভূষিত করে সংযোগ কানেক্টিং পিপল। সংযোগ কানেক্টিং পিপল একটি স্বেচ্ছাসেবামূলক সংগঠন যারা সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবার মাধ্যমে সামাজিক ও মানবিক কর্মকা- করে যাচ্ছে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযোগ চুয়াডাঙ্গা জেলা সমন্বয়ক শাহরিয়ার সিয়াম, সদস্য আল রোমাজ রাজন, আসিমুজ্জামান, আবীর, প্রান্ত প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
মেজর জিয়াকে ধরে রায় কার্যকরের চেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ