স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনায় জাতীয় পার্টির দর্শনা থানা ও পৌর শাখার যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দর্শনা থানা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে গতকাল সোমবার বিকেল ৪টায় হীরা সিনেমা হলের ছাদে দর্শনা থানা শাখার আহ্বায়ক নূর জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সবিচ অ্যাড. রবিউল ইসলাম। এসময় বক্তাগণ জাতীয়পার্টির সময়কার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরেন এবং জাতীয়পার্টিতে সর্বসাধারণের যোগদানের আহ্বান রাখেন। বক্তব্য শেষে নূর জামালকে দর্শনা থানা শাখার সভাপতি ও হায়দার আলীকে সাধারণ সম্পাদক করে দর্শনা থানা কমিটি এবং এনামুল হক সন্টুকে সভাপতি ও সাজ্জাদুল ইসলাম সুজনকে সাধারণ সম্পাদক করে দর্শনা পৌর কমিটি গঠন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আতিয়ার রহমান, জয়নাল আবেদীন, আজম আলী, সেলিম খা, জীবননগর পৌর শাখার সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, মজিবর রহমান, মমিনুল ইসলাম, আসাদুল ইসলাম প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ