দামুড়হুদা অফিস: দামুড়হুদার মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বীর মুক্তিযোদ্ধা একাদশ বনাম দামুড়হুদা উপজেলা প্রশাসন একাদশের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়। এই খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় বীর মুক্তিযোদ্ধা একাদশ জয়লাভ করেন। বিপুল পরিমাণ দর্শক এই খেলা উপভোগ করেন। খেলা পরিচালনা করেন দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসার ক্রীড়া শিক্ষক সৈয়দ মাছুদুর রহমান ও ইউসুফ আলী। খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার উভয় দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ