আলমডাঙ্গা উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতিসভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় আওয়ামী লীগ কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এ সময় তিনি বলেন, ডিসেম্বর হলো বিজয়ের মাস, নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। এ পতাকা রক্ষার দ্বায়িত্ব আমাদের। বিজয়ের এ মাসে আমাদের অঙ্গিকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন সফল করার। তিনি আরও বলেন, দলকে সু-সংগঠিত করে গড়ে তুলতে হবে। তৃণমূলের নেতা-কর্মীদের তাই ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে বিভেদ রাখা যাবে না।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ^াস, জেলা আ.লীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, নির্বাহী সদস্য শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান, বিশিষ্ঠ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, শাহ আলম মন্টু, হামিদুল ইসলাম আজম, আনিসুজ্জামান মল্লিক, যুগ্ম-সম্পাদক কাজী রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, আলম হোসেন, ক্রীড়া সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু মুসা, সাবেক সম্পাদক সিরাজুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, আশিকুজ্জামান ওল্টু, মাহমুদুল হাসান চঞ্চল, মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, এমদাদুল হক মুন্সি, ইউনিয়ন আ.লীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, মোল্লা কামরুজ্জামান শামিম, নুরুল ইসলাম দিপু, মুক্তিযোদ্ধা দিদার উদ্দিন, রাহাব আলী, মকবুল হোসেন, শহিদুল ইসলাম লাল্টু, বিল্লাল গণি, হাসানুজ্জামান হান্নান, বাবলু, আব্দুল বাতেন, রাকিবুল ইসলাম, আব্দুর রাজ্জাক, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশাসহ আওয়ামীলীগের, ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা। পরে জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাড. আব্দুর রশিদ মোল্লাকে আহ্বায়ক ও নির্বাহী সদস্য শাহ আলমকে যুগ্ম-আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ঠ ত্রি-বার্ষিক সম্মেলনের কমিটি গঠন করা হয়। এছাড়াও উপজেলা আ.লীগের সভাপতি হাসান কাদির গনুকে অর্থ কমিটির আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট অর্থ কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।