সভাপতি গোলাম মেহেরুল সাধারণ সম্পাদক শফিকুল
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা শাখার ৩ বছর মেয়াদী নতুন কমিটির অনুমোদন পরবর্তী অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের হলরুমে ৫৩ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা ও অভিষেক অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
এমপি মহোদয় আনুষ্ঠানিকভাবে কমিটির নাম ঘোষণা করেন। ৫৩ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হলেন উপজেলা পরিবার-পরিকল্পনা অফিসের গোলাম মেহেরুল জোয়ার্দ্দার শেলটন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সদর ইউএনও অফিসের শফিকুল ইসলাম শফি। এছাড়া কার্যকরী সভাপতি সাহেদুর রহমান, সহ-সভাপতি আসাদুজ্জামান, হাবিবুর রহমান, রোকেয়া খাতুন, মোস্তাফিজুর রহমান, নুর মোহাম্মদ,আব্দুর সবুর ও আব্দুল হান্নান।
অতিরিক্ত সাধারণ সম্পাদক বদরুজ্জামান লাভলু, যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান রিংকু, মোজাম্মেল উদ্দীন, আবুল কালাম, আশরাফুল আলম, আমজাদ হোসেন, সেলিম হোসেন, শেখ আরিফ হাসান, মো. সেলিম রেজা, অর্থ সম্পাদক আবু সায়েম, সাংগঠনিক সম্পাদক মামুন হোসেনসহ বিভিন্ন সম্পাদকীয় পদ ও নির্বাহী সদস্য পদে ৫৩ জন নির্বাচিত হন এবং তাদের অভিষেক অনুষ্ঠিত হয়।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ