দামুড়হুদায় দলিল লেখক সমিতির পক্ষ থেকে এমপি টগরের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হাজি আলী আজগার টগরের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি হারুন-অর-রশিদ, বরকত আলী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি জমির উদ্দীন, সাধারণ সম্পাদক রেজাউল করীম, যুগ্মসম্পাদক নূর আলম লাভলু, মোমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তোতা, অর্থসম্পাদক শমশের আলী, দফতর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক তাহাজুল ইসলাম, কার্য-নির্বাহী কমিটির সদস্য ইউসুফ আলী ইছা, বুলু ম-ল, শামসুল আলম, উসমান আলী, মুনছুর আলী, উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী আজিজুর রহমান প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা নাজমুল হুসাইন। এছাড়া সাব-রেজিস্ট্রি অফিসের সহকারী স্ট্যাম্পভেন্ডার পুরাতন বাস্তুপুরের বিল্লাল হোসেন বেলু গতকাল বুধবার সকাল ১০টার দিকে আকস্মিক ইন্তেকাল করেন। তার বিদেহী আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা ও বিশেষ মোনাজাত করা হয়।