স্টাফ রিপোর্টার: আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার খাসকররা, জামজামি ও জেহালা ইউনিয়নের বিভিন্ন স্থানে নৌকাকে বিজয় করার লক্ষ্যে পথসভা ও গণসংযোগ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টা থেকে রাত পর্যন্ত এই পথসভা ও গণসংযোগ করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রোসিকিউটর (পিপি) এ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা। এছাড়া আরো উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিকসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল নেতাকর্মীরা, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল গণিসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল নেতাকর্মীরা, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হান্নান মাস্টা সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল নেতাকর্মীরা।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ