স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস-২০২১ এর প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রস্তুতিমূলক সভায় মহান বিজয় দিবস-২০২১ নির্বিঘেœ ও নিরাপত্তার সাথে উদযাপনের জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। তবে এ বছর বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভা জেলা শিল্পকলা একাডেমি চত্বরের পরিবর্তে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন চত্ত্বরে ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত হবে বলে সভায় সিন্ধান্ত গৃহীত হয়। কারণ এ বছর জেলা শিল্পকলা একাডেমির নতুন ভবন ও কমপ্লেক্স নির্মাণজনিত কারণে সেখানে নির্মাণ সামগ্রী পড়ে থাকা, পর্যাপ্ত জায়গা না থাকায় ও চলাফেরায় বিঘœ ঘটবে বলে এ সিন্ধান্ত নেয়া হয়। প্রস্তুতিমূলক সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, উপজেলা নির্বাহী অফিসারগণ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলার পদস্থ কর্মকর্তাগণ, সকল সরকারি-বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ আমন্ত্রিত ব্যক্তিবর্গ।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ