পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১২টি মোটরসাইকেল মালিককে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মনিরুল ইসলাম ফিলিং স্টেশনের সামনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামান। এ সময় সড়ক পরিবহন আইনে ২০১৮ এ ৯২-১ ধারায় ১২টি মোটরসাইকেল প্রয়োজনীয় কাগজপত্র, হেলমেট, ড্রাইভিং লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়। আইন অমান্য করে বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে এক এসএসসি পরীক্ষার্থীকে মুচলেকা নিয়ে অভিভাবকের হাতে তুলে দেয়া হয়েছে। বিএম তারিক-উজ-জামান বলেন, পরীক্ষার সময় কোন রকম মোটরসাইকেল চালানো যাবে না; কোনো প্রয়োজন থাকলে তোমার অভিভাবকদের কাছে জানাবে, সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালানো যাবে না; একটি দুর্ঘটনা সারাজীবনের জন্য কান্না। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনার আদরের সন্তানকে কোন রকমেই মোটরসাইকেল হাতে দিবেন না, তাদের কোন প্রয়োজন থাকলে বাজারে আপনারা যেয়ে সেটা মেটাবেন। মোবাইলকোর্ট পরিচালনার সময় সহযোগিতায় ছিলেন পেশকার ও পুলিশের চৌকস দল।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ