মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আমিরুল ইসলাম (৫৫) গাঁজাসহ গ্রেফতার হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মেহেরপুর ডিবি পুলিশ তাকে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজার এলাকা থেকে আটক করে। আটক আমিরুল ইসলাম গাংনীর জোড়পুকুরিয়া গ্রামের মৃত নিয়াজ উদ্দিন ওরফে নিহাজের ছেলে।
মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কু-ুর নেতৃত্বে সঙ্গীয় এএসআই মাহাতাব উদ্দিন সাজাপ্রাপ্ত আসামি আমিরুল ইসলামকে একশ’ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির সাতশ’ টাকাসহ তাকে আটক করে। গাংনী থানার মামলায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত ৬ মাসের সাজা প্রদান করে। তার বিরুদ্ধে আরো ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। আটককৃত’র বিরুদ্ধে গাংনী থানায় মামলা করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
ট্রাকের চাকা ফেটে ইটের টুকরোর আঘাত : মায়ের সামনে ঝরলো ছেলের প্রাণ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ