স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসক্লাব অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক সমিতির কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করতে সভায় নানা পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের পরিধি বাড়াতেও বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের বর্তমান কমিটির কর্মকা-ের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে নেতৃবৃন্দ আগামীতে সাংবাদিকদের কল্যাণে কাজ করার লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। সংগঠনের সহ-সভাপতি শেখ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কার্যবিবরণী পাঠ করেন দফতর সম্পাদক আলমগীর কবির শিপলু। এরপর অর্থ সম্পাদক উজ্জ্বল মাসুদ উপস্থাপন করেন বর্তমান কমিটির আয়-ব্যয়ের সংক্ষিপ্ত হিসাব। সংগঠনের পরিধি বাড়িয়ে নতুন আঙ্গিকে গড়ে তুলতে আলোচনার মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা করা হয়। আগামীতে সকল নিগৃহীত প্রকৃত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর প্রস্তুতিও নিচ্ছে সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনায় অংশ নিয়ে স্ব স্ব বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হুসাইন মালিক, ক্রীড়া সম্পাদক সনজিত কর্মকার, কার্যকরি সদস্য পলাশ উদ্দীন। সাংবাদিকদের কল্যাণে কাজ করা একসময়ের তুখোড় সংগঠন সাংবাদিক সমিতির কার্যক্রমে গতিশীলতা বাড়াতে দিকনির্দেশনা প্রদান করেন প্রবীণ সাংবাদিক মাহাতাব উদ্দীন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ