স্টাফ রিপোর্টার: তদন্ত ও অপরাধ দমন কর্মকা- পর্যালোচনায় আবারও খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে মনোনীত হয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। গতপরশু মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অক্টোবর ২০২১ মাসে চুয়াডাঙ্গা জেলা পুলিশ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা এবং রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই হিসেবে চুয়াডাঙ্গা জেলা মনোনীত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন। পরে খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, বিপিএম বারের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম এবং চুয়াডাঙ্গা সদর থানার এএসআই ইলিয়াস হোসাইন।
মাসিক অপরাধ পর্যালোচনা উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) একেএম নাহিদুল ইসলাম বিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম) নজরুল ইসলাম বিপিএম, পিপিএম প্রমুখ।
উল্লেখ্য, পুলিশ সুপার জাহিদুল ইসলাম হিসেবে যোগদানের পর চুয়াডাঙ্গা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন। এছাড়াও অবদান রেখেছেন বিভিন্ন সামাজিক কাজে। সার্বিক দিক বিবেচনায় পেয়েছেন একাধিকবার শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপারের স্বীকৃতি।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ