কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর থানার একটি হত্যা মামলায় চার যুবকের যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম জনাকীর্ণ আদালতে দুই আসামির উপস্থিতি এবং পলাতক দুই আসামির অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন। আদালত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর সাজাভোগের আদেশ দেন।
কারাদ-প্রাপ্তরা হলেন, মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের পয়ারি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মোশারফ ওরফে মুসার ছেলে সুজন (৩৭), ধলসা গ্রামের বাসিন্দা ইলাবক্স মৃধার ছেলে মল্লিক হোসেন (৩৫) এবং পলাতক আসামিরা হলো পয়ারি গ্রামের শফি উদ্দীনের ছেলে শিপন (৩৮) এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল গনির ছেলে মান্নান ওরফে মানারুল (৩৫)।
আদালতসূত্রে জানা যায়, ২০১২ সালের ১১ জানুয়ারি রাতে মিরপুর উপজেরার মাজিহাট গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে স্যালো ইঞ্জিন চালিত যানবাহন (আলমসাধু) গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে উপজেলার বুরাপাড়া-পয়ারি গ্রামের মাঠ থেকে আলমসাধু চালক ইমান আলীর মরদেহ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। এ ঘটনার পরদিন ১২ জানুয়ারি নিহতের বড় ভাই ইকমান আলী বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মিরপুর থানায় মামলা করেন।
মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তদন্ত করে ২০১৩ সালের জুনে চার আসামীর বিরুদ্ধে হত্যাকান্ডে জড়িত অভিযোগ এনে অভিযোগ পত্র দাখিল করে আদালতে।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌশুলী অ্যাড. অনুপ কুমার নন্দী বলেন, আলমসাধু চালক ইমান আলী হত্যা মামলায় চার্জগঠন ও দীর্ঘ সাক্ষ্যশুনানী শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় চারজনকেই যাবজ্জীবন কারাদ- এবং প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর সাজা ভোগের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গা রেলবাজারে দিনদুপুরে প্রতিষ্ঠানের ড্রয়ার ভেঙে টাকা চুরি
এছাড়া, আরও পড়ুনঃ