স্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন স্থানে সকালে দিবসটি উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বলেন, দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। হঠাৎ করে তেলের দাম বাড়ানো হয়েছে। এতে জনগণ সীমাহীন কষ্টের মধ্যে পড়েছে। সরকার এক তরফা ক্ষমতায় থাকায় এখন ক্ষমতার অপব্যবহার শুরু হয়েছে। ইউপি নির্বাচনেও সহিংসতা হচ্ছে। অবিলম্বে দেশের সংকট মোকাবেলায় নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলেও বক্তব্য দেন তিনি।
চুয়াডাঙ্গায় গতকাল রোববার বিকেলে শহরের রজব আলী সুপার মার্কেটে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দক আবু। প্রধান অতিথি বিএনপি নেতা সিরাজুল ইসলাম মনি। প্রধান বক্তা থানা বিএনপির সাবেক সহসভাপতি নজরুল ইসলাম নজু। জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমর উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মাহামুদুল হক পল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খান, নাগরিক সমাজের সভাপতি মনিরুজ্জামান লিপ্টন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি খাইরুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইয়াছিন হাসান কাকন, খালিদ মাহমুদ মিল্টন প্রমুখ।
অপরদিকে চুয়াডাঙ্গা জেলা যুবদলের দফতর সম্পাদক মামুন উর রশিদ টনিক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার ও সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেছেন।
দামুড়হুদা অফিস জােিয়ছে, দামুড়হুদায় দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির শুভসূচনা হয়। পরে দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনাসভা শুরু হয়। দামুড়হুদা উপজেলা বিএনপির আয়োজনে থানা বিএনপির সাবেক সভাপতি খাজা আবুল হাসনাত প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক বিএনপি নেতা আব্দুর রব, কামরুজ্জামান টুনু, আব্দুর রহমান মালিথা, আব্দুর রহিম, আব্দুল ওয়াহেদ, আব্দুর রশিদ, উচমান গণি, রহিদুল ইসলাম, সদর আলী, আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল। সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক নেতা জহিরুল ইসলাম রিপন।
মেহেরপুর অফিস জানিয়েছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল রোববার সকাল ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আব্দুর রশিদ, মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, মেহেরপুর জেলা তাঁতীদলের সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আকিব জাভেদ প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ