জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী ও রায়পুর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাড. রবিউল ইসলাম। সম্মেললে উথলী ইউনিয়নে নাসির উদ্দিনকে সভাপতি ও ইসলাম উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং রায়পুর ইউনিয়নে শুকুর আলীকে সভাপতি ও আব্দুস সবুরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয়েছে। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুজিবুর হমান, সদস্য সচিব মোশাব কাক্কা, জাতীয় পার্টির নেতা মমিনুল ইসলাম হানেহার, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আতিয়ার রহমান, শহিদুল ইসলাম, মতিয়ার রহমান ও আব্দুল হান্নান। উথলী ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠানে হাসাদাহ ইউনিয়ন বিএনপি নেতা মনিরুজ্জামান রিপন পল্লী বন্ধু এরশাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে অতিথিদের হাতে হাত রেখে জাতীয় পার্টিতে যোগদান করেন। শেষে নাসির উদ্দিনকে সভাপতি ও ইসলাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে উথলী ইউনিয়ন এবং শুকুর আলীকে সভাপতি ও আব্দুস সবুরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট উথলী ও রায়পুর ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ