স্টাফ রিপোর্টার: দুর্গাপুজা চলাকালে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুর ও সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতনের বিচার দাবিতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় চুয়াডাঙ্গার সার্বজনীন দুর্গামন্দিরে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব কিশোর কুমার কুন্ডু জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় চুয়াডাঙ্গা শহরের মাস্টারপাড়ার সার্বজনীন দুর্গামন্দিরে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বক্তৃতা করেন চুয়াডাঙ্গা ইসকনের সভাপতি অকুল চৈতন্য দাস। তিনি তার বক্তব্যে বলেন, সংখ্যালঘুদের ওপর যে হামলা নির্যাতন হয়েছে তার বিচার আমরা আজও পাইনি। বিচার না পাওয়ায় আমরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করছি। আমাদের দাবি, প্রতিমা ভাংচুর ও সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কর্মসূচিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যরা অংশ নেন।