কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফুটবল দলের সাবেক খেলোয়ার সকলের অতিপরিচিত মুখ মিশনপল্লির বিপ্লব সরকার (রেবু) ৫০ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। জানাগেছে, সোমবার দিনগত রাত ১২ টার দিকে কার্পাসডাঙ্গা মিশনপল্লীর স্বর্গীয় জাবেশ সরকারের ছেলে বিপ্লব সরকার ঢাকার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকার বাতাস ভারি হয়ে উঠে। কার্পাসডাঙ্গা এলাকায় ক্রীড়া অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। গতকাল মঙ্গলবার বিকাল ৫ টার দিকে গির্জায় প্রার্থনা শেষে কার্পাসডাঙ্গা খ্রীষ্টান কবরস্থানে মৃতব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। রেবু সরকার ৯০ দশকে কার্পাসডাঙ্গা ফুটবল দলের তুখোড়
গোলকিপার ছিলেন। তিনি দেশের বিভিন্ন জেলাতে খেলতে গিয়েছেন। কার্পাসডাঙ্গার ইতিহাসে তিনি স্মরণকালের সর্বশ্রেষ্ট গোলকিপারে ভূষিত হয়ে আছেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ