দর্শনা অফিস: দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে পুলিশ ১ হাজার ৯৬ পিচ ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে অভিযুক্ত এক মাদককারবারিকে। তার বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গত রোববার রাত সাড়ে ৪টার দিকে দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীরের নির্দেশে এসআই সুমন্ত বিশ্বাস, এএসআই আনোয়ারুল হক ও আবু বক্কার সিদ্দিক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের সামারুলের বাড়িতে। সামারুলের বসত বাড়ি তল্লাশি করে ১ হাজার ৯৬ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করেছে। গ্রেফতার করেছে দর্শনা দক্ষিণচাঁদপুরের লাল মিয়ার ছেলে সামারুলকে (২৭)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সামারুলের বসত বাড়ি তল্লাসি করে ১ হাজার ৯৬ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই সুমন্ত বিশ্বাস বাদী হয়ে গতকালই দর্শনা থানায় গ্রেফতারকৃত সামারুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।