বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটে ডেলিগেটদের সাথে নির্বাচনী প্রচারণা করলেন প্রার্থীরা
স্টাফ রিপোর্টার : আগামী ৬ নভেম্বর শনিবার বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচন ২০২১-২০২৩ উপলক্ষে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটে ডেলিগেটদের সাথে নির্বাচনী প্রচারণাকালে উপস্থিত হলে ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শনিবার বিকেলে ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাড. তৌহিদুর রহমান ও ট্রেজারার লুৎফুর রহমান চৌধুরী হেলাল সমর্থিত প্যানেলের প্রার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রেডক্রিসেন্ট ইউনিটের ডেলিগেট রিয়াজুল ইসলাম ইসলাম জোয়ার্দ্দার টোটন, ইউনিট সেক্রেটারী ও ডেলিগেট শহিদুল ইসলাম শাহান ও কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্যানেলের অন্য প্রার্থীরা হলেন, সদস্য পদপ্রার্থী অ্যাড. শিহাব উদ্দিন শাহিন, আলহাজ্ব গাজী মোজাম্মেল হোসেন টুকু, ডা. শেখ মোহাম্মদ শফিউল আযম, বীর মুক্তিযোদ্ধা শেখ রইসুল আলম ময়না, অ্যাড. মাহাবুবার রহমান তালুকদার, অ্যাড. সোহানা তাহমিনা, মো. আ্ব্দুল হামিদ, মো. শরিফুল ইসলাম রমজান, মুন্সী কামরুজ্জামান কাজল, মো. শানে আলম, এ.এস.এম রওশানুল কাওছার ও মস্তাক আহমদ পলাশ নির্বাচনে প্রার্থী হয়েছেন।
অ্যাড. তৌহিদুর রহমান জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত মুক্তিযুদ্ধের স্বপক্ষের তথা বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন জেলার তৃণমূল ডেলিগেটদের সমর্থিত প্যানেলে ভোট প্রার্থনা করেন তিনি।
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের ডেলিগেট রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ব্যবস্থাপনা পর্ষদের নির্বাচনে প্রার্থী ভাইস চেয়ারম্যান অ্যাড. তৌহিদুর রহমান প্যানেল নির্বাচিত হলে প্রথমেই চুয়াডাঙ্গা ইউনিটে সফরের আমন্ত্রণ জানান।
এসময় ব্যবস্থাপনা পর্ষদের নির্বাচনের প্রার্থী ভাইস চেয়ারম্যান অ্যাড. তৌহিদুর রহমান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের প্রস্তাবটি সানন্দে গ্রহন করেন।