মেহেরপুর অফিস : মেহেরপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (এমকেএসপি) ও মেহেরপুর সূর্য তরুণ ক্লাবের যৌথ উদ্যোগে মেহেরপুর সূর্য তরুণ ক্লাবের সাবেক খেলোয়াড় মরহুম নকিব হেলালি মুকুলসহ মেহেরপুরের সাবেক ক্রীড়াবিদদের স্মরণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর এমকেএসপি মাঠে এদোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এমকেএসপির পরিচালক ও পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ক্রীড়াবিদ পৌরসভার চেয়ারম্যান আব্দুর রহমান, মুস্তাফিজুর রহমান বাবু, জানে আলম, শামসুজ্জামান শামীম, শামিম জাহাঙ্গীর সেন্টু, আরিফুল এনাম বকুল, মেহেদী হাসান, ইশতিয়াক আহমেদ প্রমুখ। পরে সেখানে প্রয়াত সব খেলোয়াড়দের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে মেহেরপুরের প্রাক্তন খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ