মেহেরপুর অফিস: মেহেরপুর বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে অফিসে আসা ব্যক্তিদের হয়রানি ও দালালি আদায়ের অভিযোগে দালালচক্রের তিন সদস্যের নিকট থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। দালাল চক্রের সদস্যরা হলেন মো. আবু বক্কর সিদ্দিক ছোটন, শাহীন আলম ও মো. আনারুল ইসলাম। গতকাল বুধবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই তিন ব্যক্তির নিকট থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলীর নেতৃত্বে বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে মো. আবু বক্কর সিদ্দিক ছোটন, শাহীন আলম ও মো. আনারুল ইসলাম নামের তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন ব্যক্তির নিকট থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরিদর্শক মো. তরিকুল ইসলাম, এসআই বিশ্বজিৎ সরকার, এএসআই আহসান হাবীব, এএসআই মো. হেলাল উদ্দিনসহ ডিবি পুলিশের অন্যান্য সদস্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ