স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ বড় খাজুরা জোয়ার্দ্দারপাড়ার আনারুল বিশ্বাসকে আধা কেজি গাঁজাসহ আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সুবদিয়া পুলিশ বক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় পালিয়ে যায় তার সহযোগী পিরোজখালীর মন্টু ম-ল। আটককৃত আনারুল বিশ্বাস (২৬) ঝিনাইদহ সদর উপজেলার বড় খাজুরা গ্রামের জোয়ার্দ্দারপাড়ার আজিজুল বিশ্বাসের ছেলে ও পলাতক মন্টু ম-ল (৩৮) চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামের মৃত দেদের ম-লের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই শেখ হাদীউজ্জামান, এএসআই আশরাফুজ্জামান ও এএসআই রাসেল তালুকদার সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার সুবদিয়ায় অভিযান চালান। অভিযানে সুবদিয়া পুলিশ বক্সের সামনে থেকে আটক করা হয় আনারুল বিশ্বাসকে। এ সময় পালিয়ে যায় মণ্টু ম-ল। পরে আনারুলের দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ৫০০ গ্রাম গাঁজা। গতকালই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।