গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নের জামালপুর গ্রামে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রেমিক সাব্বির হোসেন (১৭) নামের একজন আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি গ্রামের প্রবাসী হাকিম আলীর ছেলে একই ইউনিয়নের জামালপুর গ্রামের রশিদের মেয়ে মায়া খাতুনের সাথে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্রধরে গতকাল সোমবার রাতে বাড়ির পাশে দেখা করতে যায়। এ সময় একইপাড়ার বেরসিক জনতা তাকে আটক করে উত্তম-মধ্যম দেয়। পরে এই রিপোর্ট লেখা পর্যন্ত রাতেই তাদের বিয়ের আয়োজন চলছিলো স্থানীয়রা জানান, ছেলে-মেয়ে উভয়ই অপ্রাপ্ত বয়স্ক। এদিকে একজন স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে তাদের বাল্যবিয়ে দেয়া, না হলে ৫ লাখ টাকার জরিমানা আদায় করার কথা জানান তারা।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ