মেহেরপুর অফিস: ভরণপোষণ দেয়াসহ নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবিতে মেহেরপুর জেলা জজ কোটের্র ৪র্থ শ্রেণির এক কর্মচারীর বিরুদ্ধে মানববন্ধন করেছে স্ত্রী-সন্তানরা। গতকাল রোববার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন করা হয়। স্ত্রী সকিনা খাতুন ও সন্তান ইব্রাহীম মেহেরপুর জেলা জজ কোর্টের পিয়ন রফিকুল ইসলামের বিরুদ্ধে ওই মানববন্ধন করেন।
পুত্র ইব্রাহিমের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তার মা সকিনা খাতুন, পুত্র মো. সনি ও প্রতিবেশী মোহাম্মদ কাদের। বক্তারা দু’সন্তান ও স্ত্রীর ভরণপোষণসহ দীর্ঘদিন তাদের বিরুদ্ধে নির্যাতন চালিয়ে আসছে তার সঠিক বিচারের দাবি জানান।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ