দামুড়হুদা ও জীবননগর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ডিসি-এসপি
স্টাফ রিপোর্টার: শারদীয় দূর্গা পূজা উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। একই সময় দামুড়হুদা ও জীবননগর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে যান পুলিশ সুপার। এসময় পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার রাতে দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু, দর্শনা পুরাতন বাজার ও চিৎলা হালদারপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এসময় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, জেলা প্রশাসনের সহকারি কমিশনার হাবিবুর রহমান, জাকির হোসেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ-পরিচালক জামিল সিদ্দিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পূজা মন্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মীয় উৎসবের আনন্দের মাধ্যমে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। কোন গুজবে কান দেয়া যাবে না। কারণ মুসলমান-হিন্দু সবাই মানুষ, ভাই ভাই। এদিকে, দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর, কালিয়াবকরী, জগন্নাথপুর, ডুগডুগি, দশমীপাড়া মাতৃ মন্দির ও পুড়াপাড়ার পূজা মন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এসময় সিনিয়র সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আব্দুর রহমান, ভগিরথপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মাহবুব রহমানসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, শারদীয় দূর্গা পূজা উপলক্ষে জেলাব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আসুন আমরা প্রতি বছরের মতো আনন্দ উৎসবে মেতে উঠি। আসছে বছর আবার হবে। জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর পৌর শহরের সিদ্ধেশ্বরী কালী মন্দির, দৌলৎগঞ্জ পূজা মন্ডপ, সুবোলপুর, সুবোলপুর শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজা মন্ডপ, শাখারিয়া দাসপাড়া শিবকালী পূজা মন্ডপ এবং শাখারিয়া আদিবাসী শ্রী শ্রী পূজা মন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত পূজা মন্ডপগুলোতে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক, পরিদর্শক (তদন্ত) মারুফ হোসেন প্রমুখ। এদিকে, বিকেলে দামুড়হুদার ছুটিপুর গ্রামের দাসপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করেন দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নতিপোতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল হক। এসময় পূজা উদযাপন কমিটির সদস্যদের খোঁজখবর নেন তিনি। একই সময় পরিদর্শনে যান নতিপোতা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মহাসীন আলী। এসময় যুবলীগ নেতা দেলোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।