বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা তিতুদহের বলদিয়া গ্রামের কাজলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে রূপচাঁদ নামের ৫ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ছেলের মৃত্যুতে পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের কাজলাপাড়ার বাবলু হোসেনের ছেলে রূপচাঁদ (৫) গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে সহপাঠীদের সাথে খেলা করতে যায়। একপর্যায়ে সহপাঠীরা জনৈক আশরাফের পুকুরে গোসল করতে পানিতে নামলে রূপচাঁদও তাদের সাথে পানিতে নামে। রূপচাঁদ সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। সহপাঠীরা তার বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। এদিকে সন্তানের করুণ মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
পূর্ববর্তী পোস্ট
ষষ্টী পূজার মধ্যদিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু : মুখরিত পূজামণ্ডপ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ