দামুড়হুদা অফিস: দামুড়হুদার লক্ষ্মীপুর গ্রামের মাঠে ২বিঘা জমির ফলন্ত শিম ক্ষেতে বিষ প্রয়োগ করে বিনষ্ট করা হয়েছে। এতে করে কৃষক সাবর আলীর প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল সোমবার দিনের শুরুতে কোনো একসময় দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গয়েশপাড়ার আব্দুল বারেক আলীর ছেলে সাবর আলী (৩৮) এর ২বিঘা জমির শিম ক্ষেতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করেছে। ওইদিন বিকেলে ক্ষেত মালিক সাবর আলী শিম ক্ষেতে কৃষি কাজ করতে গিয়ে তা দেখতে পান। এতে করে ক্ষেত মালিকের প্রায় ২লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানা যায়। কৃষক সাবর আলী জানান, আমাদের দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে ভগিরথপুর গ্রামের রুহুল আমিনের ছেলে রাজনদের (২৫) সাথে। এরই এক পর্যায়ে গত (২৪ সেপ্টেম্বর) রাজন শিম ক্ষেতের প্রায় ২শ শিম গাছ কেটে দেয়। ওই বিষয়ে পরদিন দামুড়হুদা মডেল থানায় সাধারণ ডায়েরি করি। গতকাল সোমবার বিকেলে শিম ক্ষেতে কাজ করতে যেয়ে দেখি সমস্ত শিম গাছ নেতিয়ে গেছে। পরে শিম গাছ গুলোর গোড়া দেখে বুঝতে পারি গোড়া মারা বিষ প্রয়োগ করা হয়েছে। আমার ধারণা পূর্বশত্রুার জেরে রাজন এ ঘটনা ঘটিয়েছে। দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করা হবে।