স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে সদ্য যোগদানকৃত চার নারী আইনজীবীসহ ২০ নবীন আইনজীবীকে সংবর্ধনা প্রদান করেছে জেলা আইনজীবী সমিতি। গতকাল রোববার বেলা ১০টায় জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে নবীন আইনজীবীদের পরিচয় পর্ব, ফুলেল শুভেচ্ছা, ১টি কলম উপহার, মিষ্টিমুখ করানো হয় এবং বারের সভাপতি ও সাধারণ সম্পাদক নবীন আইনজীবীদের গাউন পরিয়ে তাদের আইনপেশার পথচলার যাত্রা শুরু করেন। নবীন ২০ আইনজীবী যোগদান করায় জেলা বারে বর্তমানে কর্মরত আইনজীবীর সংখ্যা দাঁড়ালো ১৯৭ জনে।
সদ্য যোগদানকৃত নবীন আইনজীবীরা হলেন, মরিয়ম নেছা, রাগিব আহসান, সাইফুল ইসলাম, আশিকুর রহমান, শামীম হাসান, তুহিন আহমেদ, বেলাল হোসাইন, শামীমুর রহমান, সামিরা তাবাসুম, তামান্না শারমীন, রাজেদুল ইসলাম, সিরাজুল ইসলাম, মো. আক্তারুজ্জামান, ইকবাল মাহমুদ, মো. উবাইদুল্লাহ, খালিদ হোসেন, রেবেকা সুলতানা, শরিফুল ইসলাম, সাকিবুর রহমান ও তাজমত আলম ।
জেলা আইনজীবী সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাড. আব্দুল খালেকের সভাপতিত্বে সংবর্ধনা সভা সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, যুগ্ম-সম্পাদক আসলাম উদ্দিন ও মাসুদ পারভেজ রাসেল, কার্যনির্বাহী কমিটির সদস্য আমজাদ হোসেন, আমানুর রহমান বিপুল, নাসিম উদ্দিন, সাজ্জাদ হোসেন রকি, আসাদুজ্জামান মিল্টন, শাহিন আকতার, তুহিন আহমেদ, নাজমুল আহসান ও শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় নবীন আইনজীবীদের পক্ষ থেকে অ্যাড. সিরাজুল ইসলাম বক্তব্য দেন। তিনি বলেন, নবীন আইনজীবীদের সকলের প্রতি শুভ কামনা রইলো এবং বারের সকল সিনিয়র সদস্যদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। বারের যুগ্ম-সম্পাদক মাসুদ পারভেজ রাসেল সকলের জন্য দোয়া কামনা করে মোনাজাত করেন।
সংবর্ধনা সভায় বারের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাড. আব্দুল খালেক বলেন, আপনারা নবীন আইনজীবী হিসেবে বারে যোগদান করেছেন। নিজেরা কোর্ট অফিসার হিসেবে বিবেচিত হবেন। সকল সিনিয়র আইনজীবীকে সম্মান করবেন। পেশাগত দায়িত্ব দক্ষতার সাথে পালন করবেন। ভালো আইনজীবী হতে হলে কোর্টে সকলের আগে আসবেন এবং সকলের পরে বাড়ী যাবেন। বার ও বেঞ্চের মধ্যে সু-সম্পর্ক বজায় রাখার জন্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন বলেন, নবীন আইনজীবী হিসেবে আপনারা যোগদান করায় স্বাগত জানাচ্ছি। আপনারা পেশার মর্যাদা সমুন্নত রেখে আইন পেশার কার্যক্রম পরিচালনা করবেন। আপনাদের সু-স্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ