স্টাফ রিপোর্টার: রয়েল পরিবহনে চুয়াডাঙ্গায় আসার পথে লিটন হোসেন নামের এক যুবক অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। এসময় তার নিকট থাকা নগদ ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া লিটন হোসেন (৩০) পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কাজী মাতবরের ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, লিটন ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করে। গতকাল দুপুরে ঢাকা থেকে রয়েল পরিবহনের একটি গাড়িতে শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গার বালিয়াকান্দি গ্রামে আসছিলো। এসময় বাসের মধ্যে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে লিটন। বাসটি চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে পৌঁছুলে সুপারভাইজার লিটনকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। পরে লিটনের নিকট থাকা সেলফোনের মাধ্যেমে তার পরিবারের নিকট খবর দেয়া হয়। পরে লিটনের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লিটনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তারা আরও বলেন, লিটনের নিকট থাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। তবে তার ব্যবহৃত সেলফোনটি তারা নেয়নি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, ‘লিটনের অবস্থা শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ