দামুড়হুদা অফিস: আগামী ১১ নভেম্বর চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর, জুড়ানপুর, কুড়–লগাছি ও কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ নির্বাচনে দামুড়হুদা উপজেলার চার ইউনিয়নে সাধারণ-সংরক্ষিত আসনে ২৪জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। দামুড়হুদা সদর ইউনিয়নে সাধারণ-সংরক্ষিত আসনে সদস্য পদে ১৯জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন ১নং ওয়ার্ডে রকিবুল ইসলাম, রাজিবুল, আব্দুল আজিজ, ২নং ওয়ার্ডে সামসুল ইসলাম, আব্দুর রশিদ, ৩নং ওয়ার্ডে হাবিবুর রহমান হাবীব, আজিবার রহমান, ৪নং ওয়ার্ডে মুনছুর আলি, ইউসুফ আলি, ছানোয়ার হোসেন, আনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ডে মারুফ আহম্মেদ স্বপন, বজলুর রহমান, মতিয়ার রহমান, ৬নং ওয়ার্ড সদস্য রাশিদুল ইসলাম, শাহাজাহান আলী, সংরক্ষিত আসন ১নং ওয়ার্ডে সাবিয়া খাতুন, ২নং ওয়ার্ডে মর্জিনা খাতুন, ৩নং ওয়ার্ডে সাবিনা আক্তার।
জুড়ানপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২নং ওয়ার্ডে সাইদুর রহমান, ৩নং ওয়ার্ডে মো. রফিক, ৯নং ওয়ার্ডে বজলুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কুড়–লগাছি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে এখনো পর্যন্ত কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোনো পদের প্রার্থীই মনোনয়নপত্র সংগ্রহ করেনি।
দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ইছহাক আলী জানান, দামুড়হুদার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিল করা যাবে আগামী ১৭ আক্টোবর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই করা হবে ২০ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর।
এছাড়া, আরও পড়ুনঃ