কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের খলিশাগাড়িতে সাপের কামড়ে ১০ বছরের মাদরাসা ছাত্র মুজাহিদের মৃত্যু হয়েছে। মুজাহিদ খলিশাগাড়ি গ্রামের কৃষক আবু তালেবের ছেলে ও গোচিয়ারপাড়া-খলিশাগাড়ির মাদরাসার ছাত্র।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার দিনগত রাত ৩ টার দিকে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপ তার হাতে কামড় দেয়। বিষয়টি পরিবারের লোকজন টের পেলে চিকিৎসার জন্য মেহেরপুর হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। রোববার আছরের নামাজের পর খলিশাগাড়ি কবরস্থানে মুসুল্লিদের উপস্থিতিতে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন হয়। দুই ভাইয়ের ভেতর মুজাহিদ পরিবারের ছোট ছেলে। সে গোচিয়ারপাড়া-খলিশাগাড়ি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ