স্টাফ রিপোর্টার: ফিরোজ হোসেন। দীর্ঘদিন সততা, ও দক্ষতার সাথে চাকুরি করেছেন বাংলাদেশ পুলিশে। সর্বশেষ কর্তব্যরত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশে। চাকুরি জীবন শেষ করে সম্প্রতি অবসরে গেছেন এই পুলিশ সদস্য। তার বিদায়টা ছিল অনেক আনন্দের। সহকর্মীর বিদায় বেলায় আনুষ্ঠানিকভাবে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি পৌঁছে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশ থেকে চাকুরী হতে অবসর নেন কনস্টেবল ফিরোজ হোসেন। সততা, সুনাম ও দক্ষতার সাথে চাকরি জীবন শেষ করে অবসর গ্রহণ করায় তাকে উপহার সামগ্রীসহ ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার। পরে আনুষ্ঠানিকভাবে তাকে সুসজ্জিত গাড়িতে করে তার নিজ বাড়ি ঝিনাইদহ জেলায় পৌঁছে দেয়া হয়।
সদ্য বিদায়ী কনস্টেবল ফিরোজ হোসেন বলেন, সবার বিদায় বেলাটা কষ্টের হলেও আমারটা ছিল আনন্দের। বিদায় বেলায় মানবিক পুলিশ সুপার স্যারের এমন আনুষ্ঠানিক বিদায় আমাকে অত্যন্ত গর্বিত করেছে। আমার মতো একজন পুলিশ সদস্যের সম্মানজনক বিদায়ের এমন উদ্যোগ জেলা পুলিশের প্রত্যেক পুলিশ সদস্যের মনোবল বৃদ্ধি করবে। এমন সম্মানজনক বিদায় পেয়ে পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাসসহ জেলা পুলিশের অন্য সদস্যরা।