দর্শনা অফিস: শরতের আমন্ত্রণে সাহিত্য আড্ডা ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে দর্শনা প্রেসক্লাব ভবনে সাহিত্য পরিষদের আয়োজনে সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন দর্শনা সাহিত্য পরিষদের সভাপতি মাও. শফি উদ্দিন। প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মুন্সি আবু সাইফ। বিশেষ অতিথি ছিলেন, দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর, চুয়াডাঙ্গা শিশুদের জন্য ফাউন্ডেশনের সভাপতি ফকরুল ইসলাম, কেরুজ নিরাপত্তা অফিসার গিয়াস উদ্দিন পিনা, দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক কবি আবু সুফিয়ান। দর্শনা সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদের প্রাণবন্ত উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাজি খালেকুজ্জামান, সাজ্জাদ হোসেন, পরিষদের সাধারণ সম্পাদক মুর্শিদ। আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন, আফসানা মেহজাবিন শাপলা, শাহজালাল, নজরুল ইসলাম, হারুন অর রশিদ, জিনিয়া সুলতানা, মুন্সি কবির, আ. রশিদ, আমিনুল ইসলাম, শ্রী অশোক কুমার দত্ত, সনু মোল্লা, সংকর প্রামানিক, আবু আফজাল মো. সালেহ, আশরাফুন্নাহার শোভা, আ. হামিদ ফকির, নাঈমুর রহমান, কামাল হোসেন, ডা. খালেদা খানম, হাজি আ. রশিদ, রওশন আলী, বুরহান উদ্দিন, স্বার্থক আলী, আবুল কালাম আজাদ, জাকিয়া সুলতানা ঝুমুর প্রমুখ।।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ