চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গায় ছাত্রলীগের আয়োজনে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল বিকেলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের নেতৃত্বে ডিঙ্গেদাহ বাজারে ৭৫টি বৃক্ষরোপণ করা হয়। এ সময় মো. জানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। সন্ত্রাস ও জঙ্গি দমনেও তিনি বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছেন। মিয়ানমারে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে সারা বিশ্বে হয়েছেন প্রশংসিত। বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে করোনাকালেও দেশের প্রবৃদ্ধি এশিয়ায় প্রায় সব দেশের ওপরে।এ সময় তিনি প্রধানমন্ত্রীর বিচক্ষণতার উদাহরণ দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার বিদেশ সফরে গেছি। তার প্রত্যেকটি কাজ দেখেছি। তিনি সত্যিই একজন বিচক্ষণ নেতা। সবদিকে তার খেয়াল আছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগ নেতা শাওন, সজিব, সাইফুল, রাব্বি, একাব, জুয়েল, বিপ্ল¬ব, আশিক, রাকিব, সজল, সালেকিন, জিতু, নিশান,স্বচ্ছো, সাইফুল, নাজমুল প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More