মেহেরপুর অফিস: মেহেরপুর-মহাজনপুর সড়কে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর ইটভাটার কাছে এক সড়ক দুর্ঘটনায় হাসান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মন্টু, হামিদুল ইসলাম, ঝুমুর, শহীদুল ইসলাম, পলাশ, মিনারুল ইসলাম ও আবু বক্কর নামের ৭ ব্যক্তি আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান মেহেরপুর শহরের মল্লিকপাড়ার সানোয়ার হোসেনের ছেলে। আহতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার দিঘিরপাড়া গ্রামের ফকির আলীর ছেলে মন্টু, একই গ্রামের টেনু মিয়ার ছেলে হামিদুল ইসলাম, ফকির মোহাম্মদের ছেলে ঝুমুর, তারা চাঁদের ছেলে শহীদুল ইসলাম, বজলুর রহমানের ছেলে পলাশ, জালাল উদ্দিনের ছেলে মিনারুল ইসলাম ও আইনুদ্দিনের ছেলে আবু বক্কর।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মেহেরপুর থেকে ৮-১০ জনের একদল ব্যাপারী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদরঘাট হাটে গরু বিক্রি শেষে একটি আলগামন যোগে বাড়ি ফিরছিলেন। একই সময়ে কাপড় বোঝায় অপর একটি আলগামন ঘটনাস্থলে মানুষ বোঝায় আলগামনটিকে ওভারটেক করতে গেলে আলগামনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হাসান মৃত্যুবরণ করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গায় মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধকল্পে অংশীজনদের সাথে মতবিনিময়সভায় বিভাগীয় কমিশনার
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ