দলের তৃণমূল কর্মীদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মীদের সাথে ব্যস্ততম দিন পার করলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বুধবার তিনি আলমডাঙ্গায় দলীয় অফিসে নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও হাউসপুর আনন্দধাম জামে মসজিদ কমিটির সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, দলের প্রাণই হলো তৃণমূলের নেতাকর্মীরা। আওয়ামী লীগের শক্তিই হলো দলের তৃণমূলের কর্মীরা। সে কারণে দলের তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে আজ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা চক্রান্ত হচ্ছে। এসব চক্রান্তের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম দিপু, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চঞ্চল, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আলম হোসাইন বাদশা, রিক, সাকিব প্রমুখ। মতবিনিময় সভা শেষে আনন্দধাম হাউসপুর জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ও নব গঠিত কমিটির নেতৃবৃন্দ এমপি ছেলুন জোয়ার্দ্দারের সাথে সৌজন্য সাক্ষাত করেন। হাউসপুর আনন্দধাম জামে মসজিদ কমিটির সভাপতি আনছার আলী ম-ল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহসভাপতি নিজাম উদ্দিন মুন্সি, আব্দুল মান্নান, আব্দুল হান্নান, ছানোয়ার হোসেন, হেলাল উদ্দিন, সহ-সধারণ সম্পাদক পিয়ার মোহাম্মদ, কোষাধ্যক্ষ বায়েজিত হোসেন, কার্যকরী সদস্য মিজানুর রহমান, হাসিবুল ইসলাম, কলিমদ্দিন, পিরোজ আলী, মন্টু ম-ল, বাবলু ম-ল, মোশারফ হোসেন, রবিউল ইসলাম, আতাহারুল ইসলাম, শাহিন আলী, শামীম হোসেন, আব্দুল জলিল, জাহিদুল ইসলাম, ফারুক হোসেন, নুর আলী, শরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, হক আলী, মমিন আলী, আনজেত আলী প্রমুখ। সৌজন্য সাক্ষাত শেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান এমপি ছেলুন জোয়ার্দ্দার। এর আগে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদেন।
পূর্ববর্তী পোস্ট
না ফেরার দেশে দামুড়হুদা মালিক সুপার মার্কেটের মালিক লন্ডন প্রবাসী হাজি মনিরুজ্জামান
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ