দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার ২১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বুধবার ২২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) আরও ৩৬ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৩১৩ জনে। এই সময়ের মধ্যে দেশে নতুন করে আরও ১ হাজার ৩৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জনে। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৭৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৭৯ শতাংশ। এই সময়ে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন। এর আগে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দেশে মারা যান আরও ২৬ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরও ১ হাজার ৫৬২ জনের দেহে।
পূর্ববর্তী পোস্ট
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ