কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি শুরু হয়েছ। স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচির প্রথম দিনেই উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ কেন্দ্র থেকে বিতরণ করা হয়েছে কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড বিতরণে বিতরণকারিদের হিমসিম খেতে দেখা গেছে ভিড়ের কারনে। বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলো। উপজেলা নির্বাচন অফিসার ইসহাক আলী বলেন, ২০১৯ সালের হালনাগাদে নিবন্ধিত এবং ১-১-২০০২ এর পূর্ব পর্যন্ত তাদের স্মার্ট কার্ড দেয়া হচ্ছে। স্মার্ট কার্ড বিতরণ সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। কার্ড বিতরণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আমাদের সহযোগিতা করেছেন।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ