মেহেরপুরে করোনায় মারা গেছেন আরও একজন ॥ সংক্রমিত শনাক্ত আরও একজন

মেহেরপুর অফিস: গেলো ২৪ ঘণ্টায় মেহেরপুরে নতুন করে করোনা আক্রান্ত একজন রোগী মারা গেছেন। আক্রান্ত হয়েছেন আরও একজন। আক্রান্তের হার শতকরা প্রায় এক দশমিক সাইত্রিশ ভাগ। বর্তমানে করোনা পজেটিভ হয়ে চিকিৎসা নিচ্ছেন ৫১ জন। করোনা সংক্রমণ কমাতে মেহেরপুরের মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও মাস্ক পরে ঘরের বাইরে বের হতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় মেহেরপুর জেলায় নতুন আক্রান্ত এক জন হলেন সদর উপজেলার বাসিন্দা। আর করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা। এছাড়া এ পর্যন্ত শুধু করোনা আক্রান্ত রোগী মারা গেছেন ১৮০ জন। গতকাল মঙ্গলবার রাতে সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানা যায়, কুষ্টিয়া ল্যাব থেকে ৭৩ টি (পিসিয়ার ল্যাবে-৪০, এন্টিজেন- ৩২ ও জিন এক্সপার্ট- ১) নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে মাত্র একজন করোনা রোগী চিহ্নিত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন মোট ৫১ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলার বাসিন্দা ২৬ জন, গাংনী উপজেলার বাসিন্দা ৯ জন ও মুজিবনগর উপজেলার বাসিন্দা ১৬ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার হয়েছেন ১২৩ জন। এদের মধ্যে সদর উপজেলার ৮০ জন, গাংনী উপজেলার ১৮ জন ও মুজিবনগর উপজেলার ২৫ জন রয়েছেন। এ ছাড়া এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৪১৩ জন। যার মধ্যে সদর উপজেলায় দুই হাজার ১৮ জন, গাংনী উপজেলায় এক হাজার ৭৬১ জন ও মুজিবনগর উপজেলায় রয়েছেন ৬৩৪ জন। এ পর্যন্ত মারা যাওয়া ১৮০ জনের মধ্যে সদর উপজেলায় ৮২ জন, গাংনী উপজেলায় ৫৮ জন ও মুজিবনগর উপজেলায় ৪০ জন রয়েছেন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More