স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার চিৎলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ্ আব্দুল বাতেনের নিজ উদ্যোগে খেলোয়াড়দের মাঝে ফুটবল, নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ৪টার দিকে ইউনিয়নের সিএইসিআর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় শাহ্ আব্দুল বাতেন, তিনি বলেন মাদকাসক্তির একমাত্র বিকল্প পথ হতে পারে খেলাধুলা, নিয়মিত খেলাধুলা প্রতিটি মানুষের জন্য অপরিহায্য, খেলাধুলা মানুষের শরীর ও মন সুস্থ সবল রাখে। এবং আজকের এই শিশুরা আগামি দিনে দেশ ও জাতিকে নেত্রীত্ব দিবে এবং আমাদের এই খেলোয়ারা আগামী দিনে বাংলাদেশ কে তাদের খেলার মাধ্যম দিকে বিশ্ববাসির দরবারে মাথা উচ্চ করে দার করাবে। এ সময়ে উপস্থিত ছিলেন ফুটবল কোস সারোয়ার হোসেন মধু, সি এইস আর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইউনুস আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, লান্টু হোসেন, আব্দুল্লাহ্, আবুল হোসেন, রবিউল ইসলাম রবি, মিন্টু মিয়া, সোহেল শাহ্, রাজিব হাসান, নাজমুল শাহ্, রমিও, খাইবার হোসেন, আতাউর রহমান, জুলফিকার আলী ভূট্টো, শ্রী শুকুমার ধর প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গার পারলক্ষ্মীপুরের স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ১০ বছর পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে চার্জ গঠন
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ