স্টাফ রিপোর্টার: আজ শুক্রবার ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জেলা প্রশাসক জনাব নজরুল ইসলাম সরকার। এই ব্যাপারে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জনাব নজরুল ইসলাম সরকারের সাথে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল, সাধারণ সম্পাদক নজির আহমেদ ও দপ্তর সম্পাদক সুমন ইকবাল, স্বরচিত কবিতা, ছড়া, প্রবন্ধসহ নির্বাচিত কবিতা আবৃত্তি করবেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সদস্যসহ আলমডাঙ্গা, জীবননগর, দামুড়হুদা ও চুয়াডাঙ্গা সদরের অনেকে।
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পক্ষ থেকে জেলার কবি-সাহিত্যিকবৃন্দ, ছড়াকার, প্রবন্ধকারসহ আগ্রহী সকলকে বেলা ৫টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে শহীদ আলাউল হলে উপস্থিত থাকার জন্য এই অনুষ্ঠানে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ