মেহেরপুর অফিস: আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মধ্যদিয়ে মেহেরপুরের সাহিত্য সংগঠন গাঙচিলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে গাঙচিল সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। গাঙচিল মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটোর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক, গাংনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সাইদুর রহমান, শফি কামাল পলাশ, শাহিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত ও কবিতা আবৃত্তি করেন আবুল কাশেম, শাহিনুর রহমান, ফৌজিয়া আফরোজ তুলি, পারমিতা ভট্টাচার্য প্রমুখ। এর আগে গাঙচিলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেখানে কেক কাটা হয়।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ