স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গতকাল মঙ্গলবার সদর হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২০৯ জন। এর মধ্যে জেলায় ১৮৯ জন এবং জেলার বাইরে ২০ জন মারা গেছেন। মঙ্গলবার ১২০টি নমুনা পরীক্ষা করে ৫জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার নতুন ৪৮ জনের নমুনা সংগ্রহ করেছে। এ নিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১১৮ জন। এদিন ১২০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে মোট ২৮ হাজার ১৪৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ সময় পাচজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৮৩৬ জনে। এদিন সুস্থতার সনদ পেয়েছেন ৪৩ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৬ হাজার ৪৬৫ জন।
বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন নয়জন এবং বাড়িতে রয়েছেন ১৫৩ জন। নতুন যে ৫জনের করোনা শনাক্ত হয়েছেন তার মধ্যে সদর উপজেলার একজন, দামুড়হুদায় দুজন এবং জীবননগরের দুজন রয়েছেন।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, মঙ্গলবার করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে কারোর মৃত্যু হয়নি। এদিন নতুন করে পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ৮৮ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৭ জন।
এছাড়া, আরও পড়ুনঃ